You are currently viewing আপওয়ার্কে কি ফাইভারের মত গিগ খোলা যায়?

আপওয়ার্কে কি ফাইভারের মত গিগ খোলা যায়?

আপওয়ার্কে কি ফাইভারের মত গিগ খোলা যায়?

আপওয়ার্ক এ নতুন প্রজেক্ট অথবা ক্লায়েন্ট এর সাথে কাজ করে আর্ন করার সুযোগ হিসেবে এখন আপওয়ার্ক প্লাটফর্মেও ফাইবার এর মতো গিগ পাবলিশ করা যায়। আপওয়ার্ক এ এটা প্রজেক্ট ক্যাটালগ বলা হয়ে থাকে।  আজ আমরা শিখবো কিভাবে আপওয়ার্ক এ প্রজেক্ট ড্যাশবোর্ড তথা প্রজেক্ট ক্যাটালগ তৈরি করা যায়। 

বিল্ড প্রজেক্ট

প্রজেক্ট ক্যাটালগে আপনি একসাথে ২০টি ইউনিক কনটেন্ট পাবলিশ করতে পারবেন এবং পাশাপাশি ২০টি রিভিউতে রাখতে পারবেন। প্রজেক্ট ক্যাটালগ তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  1. লগ ইন আপওয়ার্ক
  2. ক্লিক অন Find Work মেনু
  3. ক্লিক অন My Project Dashboard

এরপর প্রজেক্ট তৈরি করার জন্য Create Project বাটন এ ক্লিক করুন। 

প্রজেক্ট সম্পর্কে ডিটেলস লিখুন

  1. ক্যাটাগরি সিলেক্ট করুন
  2. নির্দিষ্ট কিছু স্পেসিকেশন তুলে ধরুন 
  3.  সার্চ ট্যাগ যোগ করুন 

সবকিছু ঠিকঠাক দেয়ার পর আপনি ফ্রীলান্সার না এজেন্সী এটা নিশ্চিত করে পবর্তী ধাপ অনুসরণ করুন। 

প্রাইস ফিক্স করে দিন

প্রাইসিং রেঞ্জ মূলত এখানে ৫ থেকে শুরু করে ৫০,০০০ দলের পর্যন্ত হয়ে থাকে।

এছাড়াও এখানে আপনি ৩টি লেভেলে প্রাইসিং ফিক্স করে দিতে পারবেন। 

  1. স্টার্টার
  2. স্ট্যান্ডার্ড
  3. অ্যাডভান্স  

এখানে আপনি অবশ্যই ডেলিভারি ডেট ও রিভিশন করার সুযোগ কয়বার দিবেন তা স্পষ্ট করে দিন।

প্রজেক্ট শোকেচ করুন-

আপনার প্রজেক্ট ক্যাটালগে স্ট্যাটিক অথবা ভিডিও থাম্বনেইল দিতে হবে। না হলে আপনার প্রজেক্ট শো করতে দিবে না। থাম্বনেইল এর জন্য ৪:৩ রেশিও অনুপাতে পিক্সেল ফিক্স করে ডিজাইন করবেন। যেমন : ৪০০০ পিক্সেল বাই ৩০০০ পিক্সেল

ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যোগ করুন

আপনার প্রজেক্ট শেষ করতে কি কি ধরণের ইনফরমেশন আপনার প্রয়োজন হবে তা ক্লায়েন্টকে মেনশন করে দিন।

ফাইনালি প্রজেক্ট পাবলিশ করে দিন। আপওয়ার্ক রিভিউ করে আপনার প্রজেক্ট লাইভ করে দিবে, সে পর্যন্ত অপেক্ষা করুন। 

Leave a Reply