ওয়েব ডিজাইন করার সময় যে প্রিন্সিপালগুলো মাথায় রেখে কাজ করা উচিত?
ওয়েব ডিজাইন একটি স্বতন্ত্র প্রক্রিয়া। একটি ওয়েবসাইট এর সত্যিকারের অনন্যতা এবং মননশীল বিষয়বস্তু ফুটিয়ে তুলতে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হয়। সেক্ষেত্রে একটি ব্র্যান্ডের কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে টার্গেট অডিয়েন্স এর চাহিদার প্রতি সচেতন হয়ে ডিজাইন করা উচিত।
এছাড়াও ওয়েব ডিজাইন করতে গিয়ে ওয়েব সেফ এর কিছু কার্যকরী রুলস আছে যা আপনার পরবর্তী সৃষ্টিশীলতাকে আরোও ফুটিয়ে তুলবে।ওয়েব ডিজাইন এর 20টি প্রয়োজনীয় নীতি তুলে ধরা হলো।
ওয়েব ডিজাইন এর ২০ টি প্রয়োজনীয় নীতি
- সবসময় রিডেবল ও ওয়েব সাপোর্ট ফন্ট ব্যবহার করুন
- এফ প্যাটার্ন ফলো করে ডিজাইন করুন
- অথবা জেড প্যাটার্ন ফলো করে ডিজাইন করুন
- নেগেটিভ স্পেস সঠিকভাবে ব্যবহার করুন
- ওয়েব ডিজাইন এর কন্সিস্টেন্সি বা সামঞ্জস্যতা বজায় রেখে ডিজাইন করুন
- ওয়েবসাইট এর নেভিগেশন ক্লিয়ার রাখুন
- কমপ্লিমেন্টারি কালার প্যালেট ব্যবহার করে কাজ করুন
- টার্গেট অডিয়েন্স এর জন্য ডিজাইন করুন
- কল টু অ্যাকশন ও বাটন অপ্টিমাইজ করুন
- ডিজাইন হায়ারেকি অর্থাৎ ডিজাইন এ রিলেটিভ ইনফরমেশন রাখুন
- ডিজাইন করার সময় কোনো কিছু স্কিপ না করে ডিটেইল ইনটেনশন বজায় রাখুন
- প্রেডিক্টিভ মডেল বা Fitt’s Law ব্যবহার করে কাজ করুন
- কনটেন্ট এর সাবজেক্ট অনুযায়ী ইমেজ ব্যবহার করুন ডিজাইনকে প্রাণবন্ত করুন
- আপনার টার্গেট অডিয়েন্স কে ভালো এক্সপেরিয়েন্স দেয়ার সর্বোচ্চ চেষ্টা করুন
- ডিজাইন এ গ্রিড সিস্টেম ব্যবহার করুন
- কনটেন্ট এ অপ্রয়োজনীয় টেক্সট ব্যবহার থেকে বিরত থাকুন
- ডিজাইন এ ভেরিয়েন্ট রাখুন
- এক্সট্রা কল টু অ্যাকশন ব্যবহার করবেন না যাতে অডিয়েন্স কনফিউজ হয়ে যায়
- ডিজাইন রেশিও ঠিক রাখুন
- ওয়েব ও মোবাইল এর জন্য অবশ্যই রেসপনসিভ ডিজাইন করুন