You are currently viewing ওয়েব ডিজাইনার হিসেবে কিভাবে আর্ন করতে পারেন?

ওয়েব ডিজাইনার হিসেবে কিভাবে আর্ন করতে পারেন?

ওয়েব ডিজাইনার আর্নিং অপর্চুনিটিস ও ক্যারিয়ার ডিমান্ড

ওয়েব ডিজাইনার ইনকাম স্কোপ

আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে চান তাহলে প্রথমেই বলবো আপনি ওয়েব ডিজাইন এর উপর ভালো একটি কোর্স করে নিন। থিওরি ও প্রাকটিক্যাল দুটো বিষয়ই আপনাকে শিখতে হবে। আপনি কাজ শেখার পর ইন্টার্ন বা ফুল এক্সপেরিয়েন্স হয়ে গেলে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন।

এর বাইরেও ওয়েব ডিজাইনিং এ বেশ কিছু সেক্টর আছে আপনি সেখানে দক্ষতা অর্জন করতে পারলে ভালো ইনকাম করতে পারবেন। যেমন-

  • মোশন ডিজাইনার 
  • ওয়েব ডেভেলপার 
  • ইউ-এক্স ডিজাইনার 
  • ইউ-আই ডিজাইনার
  • ফ্রন্ট এন্ড ডেভেলপার

 

ওয়েব ডিজাইনার হিসেবে ইনকাম করার উপায়

এবার আসি আসলে কথায়, কিভাবে আপনি ইনকাম করবেন? আপনি যদি সময় শ্রম ব্যায় নিজেকে ওয়েব ডিজাইনার হিসেবে তৈরি করেন তাহলে অবশ্যই টাকা ইনকাম করাই আপনার মুখ্য উদ্দেশ্য হবে। তো একজন ওয়েব ডিজাইনার হিসেবে কি কি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন তা নিচে তুলে ধরা হলো-

ফ্রীলান্সার হিসেবে:

ওয়েব ডিজাইন বর্তমানে ভালো একটি পেশা হিসেবে নিতে চাচ্ছেন অনেকে, ফ্রীলান্স মার্কেটপ্লেস এর বাড়তি চাহিদা রয়েছে। ফ্রীলান্স মার্কেটপ্লেসগুলোতে অনেকেই এক্সপার্ট ওয়েব ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং লোকাল মার্কেট এর তুলনায় ভালো আর্নিং করছেন। নিচে কিছু মার্কেটপ্লেস তুলে ধরা হলো-

 https://www.upwork.com/

https://www.fiverr.com/

https://www.toptal.com/

অফিসিয়াল জব করে আর্ন করতে পারবেন:

একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে আপনি লোকাল মার্কেটেও ভালো জব পাবেন। শুধু যে ফ্রীলান্সিংই করতে হবে তা কিন্তু নয়। অনেক বড় বড় ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এজেন্সী আছে যারা এই ধরণের সার্ভিস দিয়ে থাকে।  

নিজস্ব ডিজাইন সেল করে আয় 

একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে আপনি আপনার তৈরি করা ডিজাইন বিভিন্ন মার্কেটপ্লেস এ বিক্রয় করে প্যাসিভ ইনকাম করতে পারবেন। 

Leave a Reply