![](https://elearningacademy.com.bd/wp-content/uploads/2022/10/আপওয়ার্কে-ফ্রিল্যান্সিং-এর-সবচেয়ে-সহজ-ক্যাটেগরি-কোনটি-1024x418.jpg)
আপওয়ার্কে ক্যাটাগরি কি?
ক্যাটাগরি মানে হচ্ছে বিভাগ যেখানে আবার সব ক্যাটাগরি থাকে। আপওয়ার্কে ক্যাটাগরি বিষয়টি ফ্রীলান্সারদের বিভিন্ন স্কিল নিয়ে গ্রূপিং করা হয়েছে। প্রত্যেক ফ্রীলান্সারকে নিজের প্রোফাইল সাজাতে তার বিভিন্ন স্কিলসেটকে ব্যবহার করে থাকেন। যেমন-
- অ্যাডমিন সাপর্ট
- কাস্টমার সার্ভিস
- ডাটা সাইন্স এন্ড এনালাইসিস
- ডিজাইন এন্ড ক্রিয়েটিভ
- ইঞ্জিনিয়ারিং এন্ড অৰ্কিটেকচার
- আইটি এন্ড নেটওয়ার্কিং
- লিগাল
- সেলস এন্ড মার্কেটিং
উপরের প্রত্যেকটি একটি করে ক্যাটাগরি। প্রত্যেকটি ক্যাটাগরির অধীনে আবার সাব-ক্যাটাগরিও আছে। যেমন-
সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরির অধীনে ৩টি সাব ক্যাটাগরি আছে
- ডিজিটাল মার্কেটিং
- লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং
- মার্কেটিং, পিআর এন্ড ব্র্যান্ড স্ট্রাটেজি
![](https://elearningacademy.com.bd/wp-content/uploads/2022/10/আপওয়ার্কে-ক্যাটাগরি-কি-1024x418.jpg)
কোন ক্যাটাগরিতে কাজ পাওয়া সহজ
আপনি কোন ক্যাটাগরি দিয়ে শুরু করবেন বা করতে চান তা নির্ভর করছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর। প্রথমে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়কে ফোকাস করে মার্কেটে প্রবেশ করুন। এখানে আপনি আরো একটি বিষয় বিবেচনা করতে হবে সেটা হলো আপনার দক্ষতার বা অভিজ্ঞতার লেভেল কোন পর্যায়ে আছে।
আপনি কোন ক্যাটাগরি দিয়ে শুরু করবেন বা করতে চান তা নির্ভর করছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর। প্রথমে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়কে ফোকাস করে মার্কেটে প্রবেশ করুন। এখানে আপনি আরো একটি বিষয় বিবেচনা করতে হবে সেটা হলো আপনার দক্ষতার বা অভিজ্ঞতার লেভেল কোন পর্যায়ে আছে।
এখন প্রশ্ন হলো- আপনি কোন লেভেলে আছেন
- বিগিনার লেভেল
- ইন্টারমিডিয়েট লেভেল
- এক্সপার্ট লেভেল
এখন প্রশ্ন হলো- আপনি কোন লেভেলে আছেন
- বিগিনার লেভেলে
- ইন্টারমিডিয়েট লেভেলে
- এক্সপার্ট লেভেলে
তো ক্যারিয়ার এর শুরুতে আপনি বিগিনার লেভেল এর কাজ দিয়ে শুরু করতে পারেন। আর যদি ইন্ডাস্ট্রি ও নিশ ভিত্তিক চিন্তা করেন তাহলে আপনি অ্যাডমিন সাপর্ট ক্যাটাগরিতে দিয়ে শুরু করতে পারেন। নিচে এর বিস্তারিতো গাইডলাইন প্রদান করা হলো।