Add Your Heading Text Here
কটি পেশা বা কলাকে বোঝায় যেখানে সুনির্বাচিত লোগো, চিত্র, টাইপোগ্রাফী ও পাঠ্যবস্তুর পরিকল্পিত মিলন ঘটিয়ে একটি সুসজ্জিত ও দৃষ্টিনন্দন সমাহার সৃষ্টি করে কোনও ধারণা বা বার্তাকে একটি দৃষ্টিগ্রাহ্য রূপ দান করা হয়। বর্তমানে জনপ্রিয় পেশার মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম, যে কেউ চাইলে এই
গ্রাফিক্স ডিজাইন কি? ক্রিয়েটিভ গাইড ফর ফ্রিল্যান্স ক্যারিয়ার।
গ্রাফিক্স ডিজাইন বলতে এমন একটি পেশা বা কলাকে বোঝায় যেখানে সুনির্বাচিত লোগো, চিত্র, টাইপোগ্রাফী ও পাঠ্যবস্তুর পরিকল্পিত মিলন ঘটিয়ে একটি সুসজ্জিত ও দৃষ্টিনন্দন সমাহার সৃষ্টি করে কোনও ধারণা বা বার্তাকে একটি দৃষ্টিগ্রাহ্য রূপ দান করা হয়। বর্তমানে জনপ্রিয় পেশার মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম, যে কেউ চাইলে এই ইন্ডাস্ট্রিতে সঠিকভাবে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ফ্রীল্যান্স ক্যারিয়ার শুরু করতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা-
সঠিকভাবে গ্রাফিক্স ডিজাইন কেটে কনসেপ্ট বুঝতে হলে প্রথমেই গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে সকল এলিমেন্টস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে জেনে নেয়া উচিত। কারণ একটি দৃষ্টিনন্দন ডিজাইন ওই সকল এলিমেন্টসগুলো একে অপরের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফুটিয়ে তোলে।
এলিমেন্টস অফ গ্রাফিক্স ডিজাইন
- কালার
- ফর্ম
- লাইন
- শেপ
- সাইজ
- স্পেস
- টেক্সার
আবার গ্রাফিক্স ডিজাইন করার ক্ষেত্রে কিছু গাইডলাইন মেনে চলতে হয় যেগুলোকে প্রিন্সিপাল অফ গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে। ডিজাইনের এই প্রিন্সিপালগুলো প্রত্যেক ডিজাইন ও কম্পোজিশনকে ব্যালান্স করে তোলে।
প্রিন্সিপাল অফ গ্রাফিক্স ডিজাইন
- কনট্রাস্ট
- ব্যালান্স
- ইমফাসিস
- প্রপোর্শন
- হায়ারেকি
- রিপিটেশন
- রিদম
- প্যাটার্ন
- নেগেটিভ স্পেস
- মুভমেন্ট
- ভ্যারাইটি
টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন
এই প্রশ্নটা যদি আজ থেকে ২০-২৫ বছর আগে করা হতো তাহলে আমরা প্রিন্ট ডিজাইন এর কথাই বলতাম। কিন্তু সময়ের পরিবর্তনে আজ আমরা ডিজিটাল যুগে পৌঁছেছি। তাই আজ গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রির কনসেপ্ট পরিবর্তন হয়ে নতুন নাম নতুন ভাবে ডিজাইনকে সবাই এক্সপ্লোর করছে। যেমন-
- ওয়েবসাইট ডিজাইন
- ইউএক্স – ইউ আই ডিজাইন
- মোশন গ্রাফিক্স ডিজাইন
তার মানে এই নয় যে প্রিন্ট ডিজাইন হারিয়ে গেছে, নতুনভাবে প্রিন্ট ডিজাইন ঠিকই টিকে আছে। যেমন-
- প্রিন্ট ওন ডিমান্ড
- পাবলিকেশন ডিজাইন
গ্রাফিক্স ডিজাইনের মোস্ট অন ডিমান্ড জব
গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আমাদের বাস্তব জীবন তথা অনলাইন যা কিছু দেখি তার সবই প্রায় গ্রাফিক্স ডিজাইনেরই অংশ। স্কিল ও ক্যাটাগরি অনুযায়ী অনেক পোস্ট আছে এই ইন্ডাস্ট্রিতে। তার মধ্যে কমন জবগুলো হচ্ছে-
- ওয়েবসাইট ডিজাইনার
- ইউএক্স – ইউ আই ডিজাইনার
- মোশন গ্রাফিক্স ডিজাইনার
- আর্ট ডিরেক্টর
- ক্রিয়েটিভ ডিরেক্টর
বিগিনার হিসেবে কিভাবে শুরু করবেন
গ্রাফিক্স ডিজাইন একটি শৈল্পিক পেশা, তাই এই পেশায় দক্ষতা অর্জন করতে একটু সময় লাগে। এটা নির্ভর করছে যেকোনো শিক্ষার্থীর আগ্রহ, অনুশীলন ও সময় দেয়ার ওপর। তবে এটা সত্য গ্রাফিক্স ডিজাইন লার্নিং এর পাথওয়ে অতটা সহজ নয়, কারণ শুরু করার ধাপেই মানুষ প্রথম যে ভুল করে থাকে তা হলো কোনো সিকোয়েন্স মেইনটেইন করে না, ফলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে।
সঠিকভাবে যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে নিচের বিষয়গুলো অনুসরণ করুন-
- সবসময় ডিজাইনের অনুপ্রেরণার মধ্যে থাকুন
- ডিজাইন সম্পর্কে জানতে নিজের উৎসাহ ধরে থাকুন
- ডিজাইন এর ছোটখাটো বিষয়গুলো কখনই স্কিপ করবেন না
- ডিজাইনের নীতিগুলি ভালোভাবে জানুন
- গ্রাফিক ডিজাইন সফটওয়্যার দিয়ে শুরু করুন
- অন্যের কাজ থেকে নিজে অনুপ্রেরণা নিন
- প্রজেক্ট অনুযায়ী কাজ করার অভ্যাস গড়ে তুলুন
- অনুশীলনকে প্রাধান্য দিন, প্রতিভাকে নয়
- ধারাবাহিকভাবে অনুশীলন করতে থাকুন
- ধৈর্য্য ধরে নিজেকে গড়ে তুলুন
কোথায় থেকে শিখবেন
গ্রাফিক্স ডিজাইন এর উপর বাংলাদেশে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে অনলাইন ভিত্তিক কোর্স চলমান আছে। এছাড়াও অনেক ফ্রীল্যান্স ট্রেইনিং ইনস্টিটিউট ভার্চুয়ালি ট্রেইনিং প্রোভাইড করে থাকে, আবার অনলাইন থেকে কোর্স পারচেজ করেও আপনি শেখা শুরু করতে পারেন।
এছাড়াও ফ্রিতে আপনি ইউটিউব চ্যানেল, বিভিন্ন ব্লগ, পিডিএফ বই পরে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কিভাবে ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করবেন
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রীল্যান্স ক্যারিয়ার গড়ে তোলা সহজ কাজ নয় কিন্তু আপনার যদি লক্ষ্য ঠিক রেখে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখেন তাহলে আপনি সফল হবেন। যেমন-
- প্রপারলি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে
- পোর্টফোলিও তৈরি করতে হবে
- প্রেজেন্টেশন কোয়ালিটি বাড়াতে হবে
- ইংলিশ কম্যুনিকেশন এ দক্ষ হতে হবে
- নিজেকে একটি টাইম ফ্রেমে রাখতে হবে
- কম্পিউটার ডেস্কে দীর্ঘক্ষণ কাজ করার মানসিকতা থাকতে হবে
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার কি কি দায়িত্ব
- ডিজাইন ব্রিফ ও রিকোয়ারমেন্ট
- প্রজেক্টের ডেডলাইন ফিক্স করা এবং বাজেট নির্ধারণ করা
- রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন এর কনসেপ্ট ভিজুলাইজ করা
- ডিজাইন এর আইডিয়ার জন্য প্রয়োজনীয় রিসার্চ করা
- লোগো, ইলাস্ট্রেশন তৈরির জন্য প্রাথমিক স্কেচ করা
- সঠিক লেআউট ডিজাইন, কালার নির্বাচন করা
- কপিরাইটার ও ক্রিয়েটিভ ডিরেক্টর এর সাথে একসাথে কাজ করা
- প্রাইমারি ডিজাইন করার পরে ফিডব্যাক নেয়া