You are currently viewing কিভাবে আপনি নিজেকে ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন

কিভাবে আপনি নিজেকে ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন

ওয়েব ডিজাইন ক্যারিয়ার গাইডলাইন

কিভাবে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হবেন?

ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ব্যবহারকারীদের ভালো লাগার মতো অভিজ্ঞতা দেয়ার জন্য শৈল্পিক ও নান্দনিকতার জ্ঞান থাকতে হবে তাই কার্যকরী ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার আপনার সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান থাকতে হবে।  

৫টি ধাপে নিজেকে ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলুন।

  • ওয়েব ডিজাইন থিওরী নিয়ে পড়াশুনা করুন
  • ওয়েব ডিজাইন এর কী-টুলস গুলো সম্পর্কে জেনে নিন
  • দক্ষতা বাড়ানোর জন্য আপনার নিজস্ব প্রজেক্টে কাজ করুন
  • আপনার ওয়েব ডিজাইনের কাজ প্রদর্শনের জন্য একটি পোর্টফোলিও তৈরি করুন
  • প্রাসঙ্গিক ওয়েব ডিজাইন চাকরিতে আবেদন করুন
নিচে আমরা এই আর্টিকেল এ ওয়েব ডিজাইন এর কী-টুলস গুলো তুলে ধরবো-

ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি টুলস ওয়েবসাইট ও ব্লগ তৈরীর জন্য। ওয়ার্ডপ্রেস একটি ওপেন-সোর্স সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে।

ওয়ার্ডপ্রেস বিশ্বের সকল  ওয়েবসাইটগুলির 27 শতাংশ ওযেবসাইট ওয়ার্ডপ্রেস নিয়ন্ত্রণ করে। CMS-এর দিকে সারা বিশ্বে 76 শতাংশ মার্কেট শেয়ারের মালিক ওয়ার্ডপ্রেস 1,000 টিরও বেশি বিল্ট-ইন থিম এবং প্লাগইন নিয়ে মার্কেটে ডমিনেট করে চলেছে। ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট সম্পাদনা, কাস্টমাইজ, উন্নত এবং অপ্টিমাইজ করার জন্য ওয়ার্ডপ্রেস সবার কাছেই খুব জনপ্রিয়। 

ইনভিশন ষ্টুডিও

যদিও ওয়ার্ডপ্রেস এখনও সামগ্রিকভাবে সর্বাধিক জনপ্রিয়। ইনভিশন স্টুডিও সফটওয়্যারটি অনেক ওয়েব ডিজাইনার ওয়েবসাইট ডিজাইন করার জন্য ভালো একটি টুলস হিসাবে বিবেচনা করে থাকেন। বিশেষ করে দ্রুত প্রোটোটাইপিংয়ের জন্য ইনভিশন স্টুডিও অনেক জনপ্রিয় একটি টুলস। এই টুলস এস মাধ্যমে ক্লিক করা, সোয়াইপ করা এবং হোভার করার মতো ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আপনি কাস্টম ট্রানজিশন এবং অ্যানিমেশনও তৈরি করতে পারেন।

ফটোশপ

ওয়েব ডিজাইনারদের চোখ ধাঁধানো এবং সৃজনশীল ডিজাইন করতে ভালো ভাবে ইমেজ এডিটিং এর প্রয়োজন পড়ে,  এই কারণেই ফটোশপ নিঃসন্দেহে ওয়েব ডিজাইনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস। কালার প্যালেট, গাডিয়েন্ট ইত্যাদি ব্যাবহারে ফটোশপে এ জুড়ি নেই। 

ড্রিমওয়েভার

অ্যাডোবি কোম্পানীর আরো একটি টুল যা ওয়েব ডিজাইনিং কাজে ব্যবহার হয়ে থাকে। যদি আপনি প্রোগ্রামিং প্রফেশনাল নাও হন তাহলেও ড্রিমওয়েভার দিয়ে আপনি সরাসরি আপনার ওয়েবসাইট ডিজাইন এর জন্য কোড করতে পারবেন

স্কেচ

সাধারণত ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য বহুল ব্যবহৃত একটি সফ্টওয়ার হলো স্কেচ। ইন্টারফেস ডিজাইন এবং প্রোটোটাইপিং তৈরির জন্য এটি একটি অপরিহার্য হাতিয়ার। আপনি যখন ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, স্কেচ আপনার কাজকে অনেক সহজ করে তুলতে পারে।

Leave a Reply