You are currently viewing সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

যদি আপনার মনে প্রশ্ন থাকে যে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? এবং দৈনন্দিন জীবনে আমরা  সার্চ ইঞ্জিনকে কিভাবে ব্যবহার করি? তাহলে এই আর্টিকেলটি আপনারই জন্য।

সাধারণত আমরা দৈনন্দিন জীবনে কমবেশি সবাই গুগল ব্যবহার করে থাকি। ইন্টারনেটে কোনো কিছু দরকার পড়লেই আমরা সাধারণত গুগল মামার কাছে জিজ্ঞেস করে থাকি মানে গুগলে সার্চ করে থাকি। 

গুগল মামা কয়েক মিলি সেকেন্ড এর মধ্যেই কয়েক মিলিয়ন ডাটা খুঁজে বের করে থাকে।  গুগল আসলে আমাদেরকে কিভাবে ইন্টারনেট থেকে ডাটা খুঁজে বের করে দেয় এবং কিভাবে আমাদের প্রয়োজনীয় ডাটা গুগল থেকে বের করতে পারি তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই আর্টিকেল এ।  

সার্চ ইঞ্জিন কি?

ওয়েবে সার্চ ইঞ্জিন মূলত একটি পাওয়ারফুল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হিসাবে কাজ করে। যা আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ইনফরমেশন খুঁজে পেতে সাহায্য করে। আরোও বিস্তারিতভাবে যদি বলি, তাহলে সার্চ ইঞ্জিন হলো এমন একটি Robotic Program যার সাহায্যে আমরা দৈনন্দিন জীবনে ইন্টারনেট থেকে আমাদর প্রয়োজনীয় বিভিন্ন ডেটা বা Information খুঁজে পেতে পারি। 

দৈনন্দিন জীবনে আমরা  সার্চ ইঞ্জিনকে কিভাবে ব্যবহার করি?

আপনি যদি গুগলে যান তাহলে স্ক্রীনে আপনি একটি সার্চবার দেখতে পাবেন, যেখানে আপনি কিছু লিখে অথবা ভয়েস এর মাধ্যমে সার্চ করতে পারেন। যেকোনো টপিকস আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন গুগল কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কয়েক মিলিয়ন ইনফরমেশন খুঁজে বের করে ফেলেছে। 

সার্চ ইঞ্জিনে মূলত আমার ২ ভাবে সার্চ করতে পারি। 

search-engine

গুগল সার্চ বারে কোনো কিছু লিখে অথবা সার্চ বারের ডানপাশে মাইক্রোফোন বাটন এ ক্লিক করে সরাসরি ভয়েস ব্যবহার করে। অর্থাৎ আপনি চাইলে মাইক্রোফোন দ্বারা কিছু বলেও আপনি গুগলকে দিয়ে সার্চ করিয়ে নিতে পারবেন

তার মধ্যে আমাদের সব ইনফরমেশন কাজে নাও লাগতে পারে। তবে আপনি যদি একদম স্পেসিফিক কোনো তথ্য খুঁজে বের করতে চান তাহলে সার্চ ইঞ্জিন এর ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানা উচিত এবং সার্চ ইঞ্জিন এর সঠিক  ব্যবহার করতে চাইলে নিচের ভিডিওটি দেখুন অথবা নিচের স্টেপগুলো ফলো করুন।

১) অল: গুগল সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করলে সকল ইনফরমেশন গুলো অল হিসেবে দেখাবে। এখানে ওই টপিক রিলেটেড সকল তথ্য যেমন ওয়েবসাইট, ব্লগ, ম্যাপ, ভিডিও অনেক কিছু একসাথে আসতে পারে। 

২) ইমেজ: গুগল এ কোনো ছবি দেখতে চাইলে আমার খুব সহজেই গুগল সার্চবার এ গিয়ে ইমেজ বাটন এ ক্লিক করে কাঙ্খিত ইমেজ এর টেক্সট লিখে দিলেই ওই রিলেটেড সকল ইমেজ প্রদর্শন করবে। 

৪) ম্যাপ: গুগলে ম্যাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সাধারণত কোনো বিজনেস লোকেশন বা অফিস লোকেশন খুঁজে পেতে সাহায্য করে। গুগলে গিয়ে আপনি ম্যাপ এ ক্লিক করলে বামপাশে একটি সার্চ বার দেখতে পাবেন। সেখানে আপনি কোনো ঠিকানা লিখলে খুব সহজেই গুগলে ম্যাপ এরিয়াতে উক্ত লোকেশন ও এড্রেস দেখতে পাবেন।

৫) ভিডিও: ভিডিও সাধারণত আমরা ইউটিউবেই খুঁজে পাই, তবে চাইলে আমরা সরাসরি গুগল থেকেও ভিডিও খুঁজে পেতে পারি। আপনি যদি গুগল সার্চ এ গিয়ে ভিডিও বাটন ক্লিক করে সার্চ বাড়ে কোনো টেক্সট লিখে দেন তাহলেও গুগল সরাসরি ওই রিলেটেড ভিডিওগুলো প্রদর্শন করবে।

এছাড়ও টেক্সট, ইমেজ, ভিডিও ছাড়াও গুগলে আপনি আরো অনেককিছু খুঁজে পেতে পারেন। যেমন- নিউজ, পিডিএফ বুক, পডকাস্ট সহ যা প্রয়োজন তাই আপনি গুগল থেকে খুঁজে বের করতে পারবেন। 

সার্চ ইঞ্জিন কত প্রকার?

ইন্টারনেট দুনিয়ায় সার্চ ইঞ্জিন প্রধানত তিন প্রকার। যেমন

  1. প্রাথমিক সার্চ ইঞ্জিন।
  2. সেকেন্ডারি সার্চ ইঞ্জিন। এবং
  3. টার্গেটেড সার্চ ইঞ্জিন।

আমরা যে search engines গুলি ব্যবহার করি তা মূলত প্রাথমিক সার্চ ইঞ্জিনের মধ্যে পরে। 

তবে সার্চ ইঞ্জিন মূলত ৪ ধরণের। যথাঃ

  1. Crawler Search Engine
  2. Web Directories
  3. Hybrid Search Engine
  4. Meta Search Engine

Search Engines নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ 

আচ্ছা এবার দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা সবার জানা দরকার, আশা করি এই প্রশ্ন উত্তর গুলো সবার জন্য কার্যকরী হবে বলেই মনে করি। 

প্রশ্নঃ সার্চ ইঞ্জিন এর জনক কে?

উত্তরঃ এলান এমটাজ।

প্রশ্নঃ বাংলা সার্চ ইঞ্জিন এর নাম কি? 

উত্তরঃ (১) পিপীলিকা, (২) চরকি ও (৩) খুঁজুন ডট কম। 

প্রশ্নঃ বর্তমান বিশ্বে সেরা ৩ টি সার্চ ইঞ্জিন এর নাম কি? 

উত্তরঃ (১) Google, (২) Bing, (৩) Yahoo 

প্রশ্নঃ SERP কি? 

উত্তরঃ SERP হচ্ছে Search Engine Result Page. ধরুন আপনি কোনো কিছু সার্চ করার জন্য লিখলেন তখন সার্চ ইঞ্জিনে থাকা কোটি কোটি তথ্য থেকে তার কাঙ্খিত রেজাল্ট বের করে আপনার সামনে আর এটাকেই SERP বলে। 

Leave a Reply