মোঃ শিহাবুল হাসান

এডিটোরিয়াল ডিজাইনার

আমি শিহাবুল হাসান, 201৫ সাল থেকে কর্পোরেট ক্যারিয়ার এর সাথে জড়িত। দেশে ও বিদেশের নামী প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। দেশে আমি বহুজাতিক কর্পোরেট কোম্পানিতে ব্র্যান্ড ডিজাইনার হিসেবে কাজ করেছি। দেশের বাইরে USA, UK এর ক্লায়েন্ট এর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। কর্পোরেট ক্যারিয়ার এর সকল এক্সপেরিয়েন্স থেকে আমি আমার এই এডিটোরিয়াল ডিজাইন কোর্সটি সাজিয়েছি। এই কোর্স আপনি যদি আপনি সিরিয়াসলি প্র্যাক্টিজ করেন তাহলে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনিও কর্পোরেট ইন্ডাস্ট্রির ব্র্যান্ডিং ও ডিজাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। এই কোর্স করে আপনি অনলাইন মার্কেটপ্লেসে বায়ারদের সাথে কাজ করতে পারবেন, এছাড়া মার্কেটপ্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তার A-Z গাইডলাইন দিয়ে দিয়েছি।

আমি যাদের সাথে কাজ করেছি

বেস্ট-সেলিং

স্কিল ডেভেলপমেন্ট কোর্স সমূহ

ক্লায়েন্ট রিভিউ

সাধারণ প্রশ্ন এবং উত্তর

আমি ফটোশপ ও ইলাস্ট্রেটর জানি, আমি কি শুরু করতে পারবো?

অবশ্যই পারবেন, যেহেতু আপনার ফটোশপ ও ইলাস্ট্রেটর পারেন তার মানে আপনার গ্রাফিক্স ডিজাইন এর কনসেপ্টও আছে। সেক্ষেত্রে আপনি যদি এই কোর্স ডিটেইল ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করলে অল্পদিনের মধ্যেই এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ডাপ করতে পারবেন।

আমি কতদিনে কাজ পেতে পারি? মার্কেটপ্লেস এর কেমন অবস্থা?

এটা নির্ভর করছে আপনার স্কিল ডেভেলপমেন্ট এর উপর। আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন সেটা আপনার জন্যই ভালো। তবে ২ মাসের বেশি লাগার কথা নয়, পাশাপাশি কাজ পাওয়ার জন্য আপনার কম্যুনিকেশন স্কিল এর উপর জোর দিন।
মার্কেটপ্লেস এর কথা যদি বলেন, তাহলে বলবো বর্তমানে হাই পেয়িং জব এর মধ্যে এডিটোরিয়াল ডিজাইন অন্যতম। তবে আমার এই কোর্সে মার্কেটপ্লেস এর বাইরেও কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্ট পাবেন তার A-Z গাইডলাইন তুলে ধরেছি। আপনি যদি স্কিপ না করেন, তাহলে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মার্কেটপ্লেসে ও মার্কেপ্লেসের বাইরে অবশ্যই কাজ পাবেন।

গ্রাফিক্স ডিজাইন এবং এডিটোরিয়াল ডিজাইনের মধ্যে পার্থক্য কোথায়?

এডিটোরিয়াল ডিজাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাবলিকেশন্স সেক্টরের মধ্যে মোস্ট ভ্যালুয়েবেল পার্ট। কর্পোরেট কোম্পানীগুলোর বাৎসরিক রিপোর্ট ম্যাগাজিন আকারে প্রকাশ করার জন্য এডিটোরিয়াল ডিজাইনার হায়ার করে থাকেন।

আমি গ্রাফিক্স ডিজাইনার, এখন আমার জন্য এডিটোরিয়াল ডিজাইন কোর্স করা কি প্রয়োজন?

অবশ্যই বলবো হাঁ, কারণ এডিটোরিয়াল ডিজাইন কর্পোরেট কালচার এর বেস্ট প্রেজেন্টেশন। এটি প্রফেশনালিজম এবং মানসম্মতার মানদণ্ড নির্ধারণ করে। সুতরাং কর্পোরেট কাজের ধরণ, রুচি, কাজের ক্ষেত্র এবং কাজের দক্ষতা অর্জন এই জন্য এই কোর্সটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমি কি কোর্স শেষে সার্টিফিকেট পাবো?

সার্টিফিকেট চান নাকি দক্ষতা অর্জন করতে চান? ভেবে দেখুন তো ছাত্র জীবনের শুরু থেকে কত গুলো সার্টিফিকেট আপনি অর্জন করেছেন? দিনশেষে ফলাফল কিন্তু শুন্য। সার্টিফিকেট শুধুই একটা কাগজ। আপনার দরকার বাস্তবিক কর্মদক্ষতা। এই কোর্স থেকে আপনি কর্মদক্ষতা অর্জন করবেন। তারপরেও আমরা যেহেতু পিস্ অফ পেপারে সন্তুষ্ট হই, তাই সার্টিফিকেট বোনাস হিসেবে থাকছে। অর্থ্যাৎ আপনি সার্টিফিকেট পাচ্ছেন!

আপনাদের সাপোর্ট সিস্টেম কেমন?

প্রতিটি কোর্সের সাপোর্ট দেওয়ার জন্য মেন্টরের একটি করে প্রাইভেট সাপোর্ট গ্রূপ আছে ফেসবুকে। আপনি সেখানে থেকে কোর্স সংক্রান্ত যেকোন সাপোর্ট নিতে পারবেন। এছাড়াও অন্যান্য ব্যাপারে ইলার্নিং একাডেমির সাপোর্ট টিম তো থাকছেই।