লোকাল বিজনেস কে অনলাইনে ভিজিবল করতে “লোকাল এসইও” এর বিকল্প নেই

লোকাল এসইও মাস্টারি কোর্স

নিজেও সার্ভিস দিতে পারবেন আবার এজেন্সিতেও কাজ করতে পারবেন।

প্রমিজিং ক্যারিয়ার গড়তে “লোকাল এসইও” শিখুন 

মার্কেটপ্লেসে মাইক্রো নিশ ভিত্তিক কাজের চাহিদা অনেক বেশি

আপনি কি কি শিখবেন?

  • 15 hours on-demand video
  • 47 articles
  • 17 downloadable resources
  • Full lifetime access

লোকাল এসইও শিখে ফ্রিল্যান্সিং করতে চান?

লোকাল এসইও আপনি কেন শিখবেন?

পুরো এসইও ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপার্ট কাজ করে থাকে, কিন্তু আপনি যদি নিশ ভিত্তিক এক্সপার্ট খোঁজেন তাহলে দেখতে পাবেন আপনার ওই ফিল্ডে কম্পেটিশন অনেক কম। তাই ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে মাইক্রো নিশ দিয়েই শুরু করার উচিত। করুন আপনি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার সময়ের অপচয় তো হবেই এবং দেখতে পাবেন মার্কেটপ্লেসে গিয়ে অনেক বড় বড় কম্পিটিটর এর সাথে আপনাকে খেলতে হবে। কিন্তু মাইক্রো নিশ অনুযায়ী যদি আপনি যদি মাঠে নামেন তাহলে পুরো চিত্রটাই আপনি উল্টো দেখতে পাবেন। 

আর যদি ক্যারিয়ার এর কথা বলেন তাহলে লোকাল এসইও অবশ্যই একটি সাসটেইনেবল ক্যারিয়ার গড়ার মোক্ষম হাতিয়ার। ইন্টারনেট জগতে সবচেয়ে বেশি কাজের সাপোর্ট দেয়া হয় এসইও সেক্টরে, তাই অল্প সময়ে ক্যারিয়ার গড়তে চাইলে লোকাল এসইও নির্বাচন করার আপনার সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি।  

৩টি ধাপে শুরু করুন

লোকাল এসইও প্যাটার্ন

স্টেপ#1

কোর্সটিতে ইনরোল করুন

সাইন আপ করার জন্য একটি মেইল এড্রেস ও একটি মোবাইল নম্বর ব্যবহার করুন। কোর্স ডিটেলস দেখুন এবং কোর্স ফাইনাল করুন। 

Sign-Up

স্টেপ#2

ভিডিও দেখে প্রাকটিস করুন

কোর্স ফাইনাল করার পরে ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং রেগুলার প্র্যাক্টিস করুন। যে বিষয়গুলি আপনার কাছে কঠিন মনে হবে সেগুলো নোট করে ই-লার্নিং সাপোর্টে পাঠিয়ে দিন অথবা কোর্স কো-অর্ডিনেটর এর সাথে কথা বলুন।

Step #3

মার্কেটপ্লেসে কাজ শুরু করুন

কোর্সের গাইডলাইন অনুযায়ী মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরী করুন এবং আবেদন করা শুরু করুন।

ক্রিয়েট মডার্ন এন্ড এলিগেন্ট ক্যারিয়ার

ক্যারিয়ার ও মার্কেট ভ্যালু

ওয়ার্ল্ড এর বড় মার্কেটপ্লেস আপওয়ার্ক এ গড়ে প্রতিদিন ১০ হাজার জব পোস্ট হয়ে থাকে এবং প্রেসেন্ট আপডেট অনুযায়ী ১৮ হাজার প্লাস জব রানিং আছে। অপরদিকে যদি আমার ফাইবার এর কারেন্ট পজিশন অনুযায়ী ৪৫০০ এর উপরে সার্ভিসে আছে শুধুমাত্র SEO এর উপরেই। সুতরাং বুজতেই পাচ্ছেন মার্কেটপ্লেসে টোটাল এসইও এর চাহিদা কেমন। 

সারা পৃথিবীতে SEO সার্ভিসের মার্কেট সাইজ ২০২১ সালে ছিল ৪১.৯৭ বিলিয়ন ডলার, ২০২২ সালের মাঝামাঝিতে এসেই যা ৫১.২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাই গ্লোবাল মার্কেটে  SEO এক্সপার্টদের বার্ষিক বেতন প্রায় ৭০ হাজার মার্কিন ডলার। 

তাই ক্যারিয়ার গড়ার জন্য SEO ইন্ডাস্ট্রি অনেক সমৃদ্ধ। তাই আপনার ক্যারিয়ার পজিশন এবং অর্থনৈতিক সমৃদ্ধি দুটোই আপনি এই সেক্টরে পাবেন।

কাদের জন্য এই কোর্স?

  • যারা ফ্রিল্যান্স ক্যারিয়ার গড়তে আগ্রহী
  • যারা মাইক্রো নিশে কাজ কাজ করতে আগ্রহী
  • যারা এসইও ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন
  • যারা নিজের ইডেন্টিটি খুঁজে পেতে চান
  • কম্যুনিকেশন এ যারা স্মার্ট 
  • যারা ইংরেজিতে ভালো
  • যারা ইন্ডাস্ট্রি রিসার্চ করতে ভালোবাসেন 

যাদের ইচ্ছা নিজেদের ফ্রীলান্সার হিসেবে প্রতিষ্ঠিত করা, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে শুরু করতে পারছেন না অথবা কোর্স করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন, তাদের জন্য সম্পূর্ণ A-Z গাইডলাইন।

কাদের জন্য নয়?

  • যারা টিপস এন্ড ট্রিক্স খুঁজতে এসেছেন
  • টাকা ইনকামের শর্টকাট ওয়ে খোঁজে
  • যারা স্কিল ডেভেলপমেন্ট এর উপর গুরুত্ব দেয় না
  • যারা ফ্রিল্যান্সিং মানেই হাজার হাজার ডলার মনে করে
  • মিডিয়ার চটকদার বিজ্ঞাপন দেখে ফ্রিল্যান্সিং এ লাফ দেয়
  • যারা অলস প্রকৃতির এবং ধৈর্য্য কম 
  • লেগে থাকতে পারেনা এবং পরিশ্রমী নয়
  • যারা ইংরেজি একদম বোঝেনা
  • ফিল্যান্সিংকে যারা পার্ট টাইম কাজ মনে করে

উপরের গুণগুলো আপনার মধ্যে থাকলে সামনের দিকে না এগোনোই ভালো-

মেন্টরের প্রোফাইল ও ক্লায়েন্ট রিভিউ

লোকাল এসইও হোক আপনার প্রমিজিং ক্যারিয়ার

আমি রিমন সরকার 

আমি রিমন সরকার, একজন স্থানীয় এসইও বিশেষজ্ঞ। প্রায় ৫ বছর ধরে আমি এই ক্যারিয়ার এর সাথে জড়িত। যাইহোক, বর্তমানে আমি ফাইভার, আপওয়ার্ক সহ মার্কেটপ্লেস এর বাহিরে ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করছি।

SEO ছাড়াও আমি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় যেমন আমাজন এফিলিয়েট , ফেইসবুক এবং গুগল এড ক্যাম্পেইন মত বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমি এই কোর্সে সমস্থ বিষয়গুলোকে আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে সহজভাবে বুঝানোর চেষ্টা করেছি। আশাকরি আপনারা প্রতিটি বিষয় ভালোভাবে প্রাক্টিস করে আপনার ফ্রীল্যানচিং জার্নি শুরু করতে পারবেন

শুরু করুন আপনার প্রমিজিং ক্যারিয়ার

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান?

মেন্টর: রিমন সরকার

See you Inside!

সাধারণ প্রশ্ন এবং উত্তর

লোকাল এসইও কি?

লোকাল এসইও একটি মাইক্রোনিশ এবং পুরো এসইও ইন্ডাস্ট্রির একটি সেগমেন্ট। মূলত লোকাল ব্যবসাকে প্রমোশন করার জন্য লোকাল এসইও এর ব্যবহার করা হয়ে থাকে।

আমি কতদিনে কাজ পেতে পারি? মার্কেটপ্লেস এর কেমন অবস্থা?

এটা নির্ভর করছে আপনার স্কিল ডেভেলপমেন্ট এর উপর। আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন সেটা আপনার জন্যই ভালো। তবে ২ মাসের বেশি লাগার কথা নয়, পাশাপাশি কাজ পাওয়ার জন্য আপনার কম্যুনিকেশন স্কিল এর উপর জোর দিন।
মার্কেটপ্লেস এর কথা যদি বলেন, তাহলে বলবো বর্তমানে হাই পেয়িং জব এর মধ্যে ফুল স্ট্যাক এসইও অন্যতম। তবে আমার এই কোর্সে মার্কেটপ্লেস এর বাইরেও কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্ট পাবেন তার A-Z গাইডলাইন তুলে ধরেছি। আপনি যদি স্কিপ না করেন, তাহলে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মার্কেটপ্লেসে ও মার্কেপ্লেসের বাইরে অবশ্যই কাজ পাবেন।

লোকাল এসইও কেন শেখা উচিত?

লোকাল এসইও যেহেতু মাইক্রো নিশ এবং স্পেসিফিক কাজ করতে হয়, তাই মার্কেটপ্লেসে কাজ পাবার সম্ভাবনা অনেক বেশি এবং কম্পেটিশন অনেক কম।

লোকাল এসইও শিখতে কেমন স্কিল এর প্রয়োজন?

মূলত লোকাল এসইও শিখতে আপনার কোনো স্পেশাল স্কিল এর প্রয়োজন পড়বেনা। তবে ইন্টারনেট ও কম্পিউটার চালানোর ব্যাসিক দক্ষতা থাকতে হবে।

আমি কি কোর্স শেষে সার্টিফিকেট পাবো?

সার্টিফিকেট চান নাকি দক্ষতা অর্জন করতে চান? ভেবে দেখুন তো ছাত্র জীবনের শুরু থেকে কত গুলো সার্টিফিকেট আপনি অর্জন করেছেন? দিনশেষে ফলাফল কিন্তু শুন্য। সার্টিফিকেট শুধুই একটা কাগজ। আপনার দরকার বাস্তবিক কর্মদক্ষতা। এই কোর্স থেকে আপনি কর্মদক্ষতা অর্জন করবেন। তারপরেও আমরা যেহেতু পিস্ অফ পেপারে সন্তুষ্ট হই, তাই সার্টিফিকেট বোনাস হিসেবে থাকছে। অর্থ্যাৎ আপনি সার্টিফিকেট পাচ্ছেন!

আপনাদের সাপোর্ট সিস্টেম কেমন?

প্রতিটি কোর্সের সাপোর্ট দেওয়ার জন্য মেন্টরের একটি করে প্রাইভেট সাপোর্ট গ্রূপ আছে ফেসবুকে। আপনি সেখানে থেকে কোর্স সংক্রান্ত যেকোন সাপোর্ট নিতে পারবেন। এছাড়াও অন্যান্য ব্যাপারে ইলার্নিং একাডেমির সাপোর্ট টিম তো থাকছেই।

DISCLAIMER

এই কোর্স কিনেই আপনি বড়োলোক হতে পারবেন, হাজার হাজার ডলার কামাই করবেন, বিরাট সফল ফ্রিল্যান্সার হয়ে যাবেন বা ডলারের বিছানায় শুয়ে থাকবেন, অথবা কোর্স কিনেই কাজ পাবেন এমন কোনো গ্যারান্টি আমাদের কোন মেন্টর বা ই-লার্নিং একাডেমী প্রদান করে না। বরং আমরা চেষ্টা করে যাচ্ছি অনলাইনে চটকদার ও প্রলোভনমূলক বিজ্ঞাপন দেখে ফ্রিল্যান্সিং এ ঝাঁপিয়ে পরে মানুষ যাতে প্রতারিত না হয়। আমাদের এই কোর্সটি সম্পূর্ণ রিয়েল লাইফ কেস স্টাডি থেকে নেয়া।